৪ মে ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃঘূর্ণিঝড় ফনি’র আঘাতে উপকূলীয় উপজেলা সোনাগাজীতে ক্ষতিগ্রস্ত হয়েছে,৫০ টি ঘর নষ্ট হয়েছে প্রায় ১১ একর ভূমির ফসল।রাতে ওই উপজেলায় নিজেদের গবাদি পশুনিয়ে নিরাপদ আশ্রয়স্থল সাইক্লোন সেন্টারে আসার পথে মহিষের শিংয়ের গুতোয় প্রাণ হারিয়েছে একজন।জেলার দাঘনভুঁইয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ টি ঘর এবং ভেঙ্গে পড়েছে পাঁচটি বৈদ্যুতিক পিলার।ফুলগাজী উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১১ টি ঘর ও নষ্ট হয়েছে ১২ একর ফসলি ভূমির ফসল।ফেনী সদর সহ ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলায় উল্লেখযোগ্য তেমন কোন ক্ষতি না হলে ও ফেনী সদর ব্যতিত জেলার বাকী ৫ টি উপজেলা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।