১৮ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম ,স্টাফ রিপোর্টার : কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির সাংগঠনিক অবস্থা কে ছন্দে ফিরিয়ে আনতে হলে সিনিয়র নেতাদের পাশাপাশি তরুণ উদীয়মান দের দলের মূল দায়িত্বে বসানো সময়ের জরুরি দাবি বললেন মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুপ্রিমকোর্টের আইনজীবী সাইফ উদ্দিন রতন । তিনি আজ বিন্দুবাংলা টিভিকে এক সাক্ষাতকারে এ কথা বলেন। তিনি বলেন বর্তমানে দলের যে ছত্রভঙ্গ অবস্থা এমতাবস্থায় দল চলতে পারেনা ।দলে অনেক উদীয়মান নেতা কর্মী রয়েছেন যারা দীর্ঘদিন যাবত অঙ্গ সংগঠনের বড় বড় পদে দায়িত্ব পালন করেছেন তাদের সাংগঠনিক দক্ষতা কে যদি দল শুধু বয়সের অজুহাতে কাজে না লাগায় তা হলেন চরম মুল্যে দলকে দিতে হতে পারে ।এমন কি নেতৃত্ব শূন্যতা কঠিন আকার ধারন করবে । এখনি সময় মেধাবী, দক্ষ, শাড়িরিক সক্ষমতা, ভদ্রতা, গুনাবলী সম্পন্ন যাদের সাধারণ মানুষের সাথে রয়েছে নিবিড় সম্পর্ক নিজের পছন্দের উর্দে উঠে মূল দায়িত্বে আনা উচিত বলে আমি মনে করি। যুগ পালটেছে মানুষের মৌলিক অধিকার এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন দাবিদার এই সব দিক বিবেচনা করে দল গোছানো দায়িত্ব প্রাপ্তদের উচিত।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।