July 27, 2024, 4:14 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

মেঘনা বিএনপি কে সাংগঠনিক ছন্দে আনতে হলে সিনিয়রদের পাশাপাশি উদিয়মানদের মূল দায়িত্বে আনা জরুরি: এড. সাইফ উদ্দিন রতন।

১৮ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম ,স্টাফ রিপোর্টার : কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির সাংগঠনিক অবস্থা কে ছন্দে ফিরিয়ে আনতে হলে সিনিয়র নেতাদের পাশাপাশি তরুণ উদীয়মান দের দলের মূল দায়িত্বে বসানো সময়ের জরুরি দাবি বললেন মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুপ্রিমকোর্টের আইনজীবী সাইফ উদ্দিন রতন । তিনি আজ বিন্দুবাংলা টিভিকে এক সাক্ষাতকারে এ কথা বলেন। তিনি বলেন বর্তমানে দলের যে ছত্রভঙ্গ অবস্থা এমতাবস্থায় দল চলতে পারেনা ।দলে অনেক উদীয়মান নেতা কর্মী রয়েছেন যারা দীর্ঘদিন যাবত অঙ্গ সংগঠনের বড় বড় পদে দায়িত্ব পালন করেছেন তাদের  সাংগঠনিক দক্ষতা কে যদি দল শুধু বয়সের অজুহাতে কাজে না লাগায় তা হলেন চরম মুল্যে দলকে দিতে হতে পারে ।এমন কি নেতৃত্ব শূন্যতা কঠিন আকার ধারন করবে । এখনি সময় মেধাবী, দক্ষ, শাড়িরিক সক্ষমতা, ভদ্রতা, গুনাবলী সম্পন্ন যাদের সাধারণ মানুষের সাথে রয়েছে নিবিড় সম্পর্ক নিজের পছন্দের উর্দে উঠে মূল দায়িত্বে আনা উচিত বলে আমি মনে করি। যুগ পালটেছে মানুষের মৌলিক অধিকার এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন দাবিদার এই সব দিক বিবেচনা করে দল গোছানো দায়িত্ব প্রাপ্তদের উচিত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা