September 11, 2024, 11:38 pm
সর্বশেষ:
সৌদিতে কোটা আন্দোলনের দায়ে পুলিশের হাতে আটক হওয়া মেঘনার মেহেদী এখনো জেলে আমাদের অনুমতি ছাড়া মানববন্ধন – সভা হবে না: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া মেঘনায় অনিয়ম বন্ধের ঘোষণা দিলেন ওসি আব্দুর রাজ্জাক মেঘনায় দ্বাদশ সংসদ নির্বাচনে স্বেচ্ছাসেবক দল নেতা নৌকার প্রচারণা ক্যাম্পে নিবন্ধনপ্রত্যাশী নতুন দলের চাপে ইসির গেটে কড়াকড়ি অস্ত্র উদ্ধারে অভিযান বুধবার রাত বারোটা থেকে: স্বরাষ্ট্র উপদেষ্টা পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া পত্রিকার সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা জিকিরের মধ্য দিয়ে বন্যার্তদের উপহার সামগ্রী প্রস্তুতি

মেঘনা বিএনপি কে সাংগঠনিক ছন্দে আনতে হলে সিনিয়রদের পাশাপাশি উদিয়মানদের মূল দায়িত্বে আনা জরুরি: এড. সাইফ উদ্দিন রতন।

১৮ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম ,স্টাফ রিপোর্টার : কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির সাংগঠনিক অবস্থা কে ছন্দে ফিরিয়ে আনতে হলে সিনিয়র নেতাদের পাশাপাশি তরুণ উদীয়মান দের দলের মূল দায়িত্বে বসানো সময়ের জরুরি দাবি বললেন মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুপ্রিমকোর্টের আইনজীবী সাইফ উদ্দিন রতন । তিনি আজ বিন্দুবাংলা টিভিকে এক সাক্ষাতকারে এ কথা বলেন। তিনি বলেন বর্তমানে দলের যে ছত্রভঙ্গ অবস্থা এমতাবস্থায় দল চলতে পারেনা ।দলে অনেক উদীয়মান নেতা কর্মী রয়েছেন যারা দীর্ঘদিন যাবত অঙ্গ সংগঠনের বড় বড় পদে দায়িত্ব পালন করেছেন তাদের  সাংগঠনিক দক্ষতা কে যদি দল শুধু বয়সের অজুহাতে কাজে না লাগায় তা হলেন চরম মুল্যে দলকে দিতে হতে পারে ।এমন কি নেতৃত্ব শূন্যতা কঠিন আকার ধারন করবে । এখনি সময় মেধাবী, দক্ষ, শাড়িরিক সক্ষমতা, ভদ্রতা, গুনাবলী সম্পন্ন যাদের সাধারণ মানুষের সাথে রয়েছে নিবিড় সম্পর্ক নিজের পছন্দের উর্দে উঠে মূল দায়িত্বে আনা উচিত বলে আমি মনে করি। যুগ পালটেছে মানুষের মৌলিক অধিকার এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন দাবিদার এই সব দিক বিবেচনা করে দল গোছানো দায়িত্ব প্রাপ্তদের উচিত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা