December 23, 2024, 10:42 am
সর্বশেষ:
কুমিল্লা মেঘনার বৈদ্ধনাথপুরে ঢাকা বনাম চট্রগ্রাম বিভাগ কুস্তি খেলা ৯ জানুয়ারি মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ!

জকিগঞ্জের পাঠানচক প্রবাসী জনকল্যাণ সংস্থার সংবর্ধনা অনুষ্ঠিত

১৯ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম,

জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলার পাঠানচক গ্রামের প্রবাসীদের সংগঠন ‘পাঠানচক প্রবাসী জনকল্যাণ সংস্থা’র উদ্যোগে এবারের এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংর্বধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে পাঠানচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবীণ মুরব্বী বদরুদ্দীন খানের সভাপতিত্বে এক সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুবনেতা ফয়ছল আহমদ খান ও বাহার উদ্দীন খানের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র সদস্য আব্দুল মোতালেব। প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, পাঠানচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলম, প্রধান শিক্ষক (অব.) লুৎফুর রহমান খান, এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক আহসান হাবীব লায়েক, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান মকু, প্রভাষক আহমদ হোসেন, সমাজসেবী সেলিম উদ্দীন খাঁন ও জকিগঞ্জ উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক কাওছার আহমদ কয়েছ প্রমূখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসএসসি উত্তীর্ণ মেধাবী ছাত্রী আতিকা খানম, দাখিল উত্তীর্ণ মেধাবী ছাত্র আলী আকবর খান, সংস্থার সিনিয়র সদস্য মুহিবুর রহমান, প্রচার সম্পাদক আলী হোসেন ও সদস্য আলমাছ উদ্দীন প্রমূখ। অনুষ্ঠানে পাঠানচক এলাকা থেকে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ১৬ জন শিকার্থীর মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া এলাকার প্রায় অর্ধশত গরীব ও অসহায় মানুষের মধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা