২২ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম , এম এইচ বিপ্লব: ৪ র্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মেঘনা উপজেলায় চেয়ারম্যান পদে জয় লাভ করেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন সিকদার, ভাইস চেয়ারম্যান পদে জয় লাভ করেন মিলন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মত জয় লাভ করেন দিলারা শিরিন ।আজ ২২ মে শপথ নিলেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। প্রথমে আপনাদের অভিনন্দন ও শুভেচছা জানাই। আজ মেঘনার অন্তিম মুহুর্তে আপনারা দায়িত্ব ভার নিয়েছেন, জনগনের প্রত্যাশা আপনাদের প্রতি অনেক । হাড্ডাহাড্ডি লড়াই করে নির্বাচিত হয়েছেন সবাই এটা সাম্প্রতিক কালে বিরল। তাই জনগন ও আপনাদের উপর নির্ভর করে ,অন্তত মৌলিক চাহিদা মেটানোর জন্য যা দরকার তা করবেন। বর্তমানে আমার মতে তৃণমূল পর্যায়ে ও রাজনৈতিক উর্বর ভুমি মেঘনা। সরকার দলীয় হেভীওয়েট নেতৃত্ব একাধিক যা বিরল। এটা যেমন ইতিবাচক তেমনি নেতীবাচক ও বটে। সকল হেভীওয়েট মিলেমিশে যদি জনকল্যাণে কাজ করে তা হবে মেঘনাবাসীর জন্য মঙ্গলের । বাসযোগ্য মেঘনা গড়ার অঙ্গিকার নিয়ে সবাই কে কাজ করতে হবে। একটি উপজেলার উন্নয়ন নির্ভর করে স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপটের উপর । হাজারো স্বপ্ন ভেঙ্গে যায় দায়িত্বশীলদের অমিলে। স্থানীয় সাংসদ ,উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সরকারদলীয় নেতা কর্মীদের ইতিবাচক ধারনায় দেশ এগিয়ে যাবে এতে কোন বাধা নেই যদি এর কোন ব্যত্যয় ঘটে তা হলে পাটাপুতার ঘষাঘষি তে মরিচের অবস্থা টাইট। শপথ প্রাপ্ত চেয়ারম্যানরা যতেষ্ট অভিজ্ঞ মেঘনার প্রতিটি ঘরের লোক আপনারা চিনেন কার কি অবস্থা তাও জানেন আশাবাদী কোন সুযোগ সন্ধানী আপনাদের কাছে ভিড়ে ঠাই পাবেনা। চৌকস চেয়ারম্যান টিম প্রশাসন সমন্বয় করে কাজ করে মেঘনা বাসীর প্রত্যাশা ও প্রাপ্তির সমন্বয় ঘটবে । বালু কাটা, ডাকাতি, সহ কিছু অসংগতি বিরাজ মান, আশাকরি আপনাদের মাধ্যমে স্থানীয় সাংসদ সহ সকল পর্যায়ের পেশাজীবি, জনপ্রতিনিধি দের নিয়ে সম্প্রীতি বজায় রেখে মেঘনা বাসীর কল্যাণে বিলিয়ে দিবেন যা সর্ব মহলে প্রশংসিত হয়ে ইতিহাস হয়ে থাকবে । পরিশেষে আবারও আপনাদের মঙ্গল, দীর্ঘায়ু ,কামনা করছি । লেখক : সাংবাদিক ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।