October 15, 2025, 4:11 pm
সর্বশেষ:
হয় পদ দিন; নয়তো টাকা ফেরত দিন দুদকের এনফোর্সমেন্ট টিমের তিনটি অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা উদঘাটন সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ হোমনা পৌরসভার প্রশাসক ঘুমাচ্ছেন?

দিনাজপুর ফুলবাড়ীতে মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

২৪ মে ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, আল হেলাল চৌধুরী    :
দিনাজপুরের ফুলবাড়ীতে সুজাপুর প্রফেসর পাড়ায়আসহাবে সুফ্ফা ইসলাম ক্বাওমী মাদ্রাসা এরন্ড একাডেমী আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলহাজ¦ হাফেজ মো. খাজানুর রহমান এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল এ আমন্ত্রিত অতিথীদের অভ্যার্থনা জানানো হয়। এ বছর এ মাদ্রাসা থেকে নাজেরা সমাপ্ত করে হেফস শুরূ করতে যাচ্ছে (১) মো.আহম্মেদ রাইয়ান, পিতা মেহেদী হাসান; (২) মো.নাহিদুল ইসলাম, পিতা রবিউল ইসলাম; (৩) মো. আরিফুল ইসলাম, পিতা দুলাল সরকার; (৪) মো.ওমর ফারুক লিখন, পিতা রুহুল আমিন; (৫) মো.ন্ঈামুর রহমান, পিতা মো.রাশেদ আলী; (৬) মো. আব্দুল্লা মেজবা, পিতা মো. মুখলেছুর রহমান; (৭) মো. মেহেদী হাসান, পিতা মোতালেব হোসেন। ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশ জাতির সুখ, শান্তি ও সম্মৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বোর্ড এর সদস্য আলজাজ¦ কামরুজামান কামরু ,সাবেক শিক্ষা মন্ত্রী আলহাজ¦ মনসুর আলী, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সদস্য শুভ রহমান, বিজয় টিভির প্রতিনিধি কমল চন্দ্র রায়, নতুন সময় টিভির প্রতিনিধি আল-মামুন, সি.এন.এন টিভি প্রতিনিধি আল হেলাল চৌধুরী ও মাদ্রাসার হুজুরগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও অত্র এলাকার জন প্রতিনিধি, ব্যবসায়ী, , সচেতন মহলের ব্যাক্তি, আলেম-ওলামা উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা