ঈদের আনন্দ সকলের সাখে ভাগাভাগির করার লক্ষ্যে কুমিল্লায় প্রায় এক হাজার অসহায়ের মাঝে বস্ত্র বিতরণ করেছেন কুমিল্লা জেলা পুলিশ।
এছাড়া কুমিল্লা জেলা পুলিশের সকল পুলিশ সদস্যদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
সোমবার (২৭ মে) সকালে নগরীর পুলিশ লাইনে এ বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম ।
এ সময় আরো উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলার অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (বর্তমানে কুমিল্লা উত্তর জেলার অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) শাখাওয়াত হোসেন, কুমিল্লা ডিএসবির অতিঃ পুলিশ সুপার আজিম উল আহসান, অতিঃ পুলিশ সুপার (সদর) তানভীর সালেহীন ইমন প্রমুখ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।