July 13, 2025, 3:28 am
সর্বশেষ:
দেবিদ্ধার লক্ষিপুর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন?

উন্নয়নের গণতন্ত্র,শেখ হাসিনার মূলমন্ত্র।

১১ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃশিরনামের শ্লোগানটি বাস্তবায়নের লক্ষে সম্প্রতি প্রথম শ্রেনীতে উন্নীত হওয়া,ছাগলনাইয়া পৌরসভা ব্যাপি নানা মূখি উন্নয়ন মূলক কর্মকান্ড অব্যাহত রেখেছেন,ইতোমধ্যে পৌর নাগরিকদের অন্তর জয় করে নেওয়া,প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত ছাগলনাইয়া পৌরসভার নির্বাচিত মেয়র এম.মোস্তফা।মেয়র নির্বাচিত হওয়ার পর মাত্র সাড়ে তিন বছরের দায়িত্ব পালনকালীন সময়ের মধ্যে পৌর মেয়র এম.মোস্তফা পৌরসভা ব্যাপি ইতিমধ্যে যে,সকল উন্নয় মূলক কাজ সফল ভাবে সম্পন্ন করেছেন,সে সকল কাজের মধ্যে পৌরসভার ৯ টি ওয়ার্ডে জনচলাচলে ব্যবহরিত দীর্ঘ বছর উন্নয়ন বঞ্চিত থেকে ভেঙ্গেচুরে গর্তে রুপান্তরিত হওয়া প্রায় ২৭ টি পাকা সড়কের পূর্ণ মেরামত কাজ।ছাগলনাইয়া পৌর শহর সহ পৌরসভার যেসব স্থানে সামান্য বৃষ্টিতে পানি জমেযেত সেইসব স্থান গুলি থেকে পানি নিষ্কাশনে বেশ কয়েকটি কালভার্ট নির্মাণ সহ প্রায় একশত কিলো মিটার সম পরিমানের ড্রেন নির্মান।পৌর এলাকার নাগরিকগণ দীর্ঘ বছর যাবৎ নানা মূখী যে সকল ছোটখাট সমস্যায় ভূগছিল,মেয়র মোস্তফা এক বছরের মধ্যে সে সকল সমস্যা সফল ভাবে সমাধান করেছেন।
ওয়ার্ড ভিত্তিক চলিত উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসেবে স্বাধীনতার পর থেকে মুহুরী নদীর ভাঙ্গনে পতিত হওয়া,পৌরসভার ১ নং (নদীর কুল) ওয়ার্ডের জনগণের দীর্ঘ বছরের এই সমস্যা সমাধানে,পৌর মেয়র এম.মোস্তফার উদ্যোগ গ্রহণে দীর্ঘ সময়ের প্রচেষ্ঠায় বর্তমানে ওই ওয়ার্ডটিতে নদী ভাঙ্গন রোধে বড় বাজেটে বেড়ী বাঁধ নির্মনসহ নদী গর্বে সিসি ব্লক বসানোর কাজ চলছে।পৌরসভা ব্যাপি ইতিমধ্যে সম্পন্ন হয়ে যাওয়া বা বর্তমানে চলতে থাকা প্রতিটি কাজ মেয়র এম.মোস্তফা যেভাবে তদারকি করেছিলেন বা বর্তমানে করে যাচ্ছেন,তারই ধারাবাহিকতার অংশ হিসেবে নদী ভাঙ্গন রোধে বর্তমানে ১ নং ওয়ার্ডে বড় বাজেটে চলতে থাকা কাজটির গুনগত মান প্রতিদিন নিজে স্বশরীরে উপস্থিত থেকে তদারকি করে যাচ্ছেন,ছাগনাইয়া পৌরসভার মেয়র এম.মোস্তফা।শিরনামে উল্লেখিত শ্লোগানটি কাগজে লিখে প্রদর্শন বা মুখে উচ্চারণ করা মেয়র মোস্তফার লক্ষ না,তার লক্ষ বা উদ্দেশ্য একটাই কাজের মাধ্যমে এই শ্লোগানটি বাস্তবায়ন করা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা