• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
  • [gtranslate]

ছাগলনাইয়ায় ১৫ দিনে ৩ আত্মহত্যা।

নিজস্ব সংবাদ দাতা / ২৩৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

১১ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম ,

সৈদয় কামাল,ফেনী থেকেঃফেনীর ছাগলনাইয়ায় ১৫ দিনের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ও বিষ প্রাণে তিন’টি আত্নহত্যার ঘটনা ঘটেছে।২৭ মে রাতে ছাগলনাইয়া পৌরসভার হিছাছরা স্কুল সংলগ্ন মুন-মুন কমিউনিটি সেন্টারের বিতর সিলিং ফ্যানের সাথে দড়ী বেঁধে গলায় ফাঁস লাগিয়ে,মফিজ (২৫) নামে এক যুবক আত্নহত্যা করেছে।মফিজের বাড়ী ফেনী সদরের বারাহীপুর,সে এই কমিউনিটি সেন্টারে বয়ে’র কাজ করত।জানাযায় পারিবারিক কলহের জেরধরে মফিজ নিজ কর্মস্থলে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন।
ঈদের পরদিন ৬ জুন রাতে পিতার বকুনি সহয্য করতে না পেরে, উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়নে মাটিয়াগোদা গ্রামে,বাড়ীর পাশে একটি গাছের সাথে দড়ী বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে,ওই গ্রামের আলম সুফির ছেলে,ফারভেজ (২২) নামের এক যুবক।একই ইউনিয়নের জয়নগর গ্রামে ৯ জুন দুপুরে ঘরের একটি কক্ষে বিষ প্রাণে আত্নহত্যা করেছে,রত্না (২৫) নামে এক গৃহবধূ।জানাযায় রত্না আশা এনজিও থেকে ঋণ নিয়ে দু’টি গরু কিনেন,রত্নার অমতে তার স্বামী গরু দু’টি বিক্রি করতে চাইলে,এই স্বামী-স্ত্রী উভয়ের কথা কাটাকাটির জেরধরে গৃহবধূ রত্না ওই দিনই বিষ প্রাণে আত্নহত্যা করেন।
তিন আত্নহত্যাকারী লাশের ময়না তদন্ত শেষে উভয়ের লাশ তাদের স্বস্ব কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন