October 16, 2025, 5:44 am
সর্বশেষ:
মেঘনার জলারপার নোয়াগাঁওয়ে গ্রামবাসীর উদ্যোগে ভোটকেন্দ্রে নতুন কক্ষ নির্মাণ হয় পদ দিন; নয়তো টাকা ফেরত দিন দুদকের এনফোর্সমেন্ট টিমের তিনটি অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা উদঘাটন সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

ছাগলনাইয়া উপজেলা নির্বাচনে এনাম ভাইস চেয়ারম্যান ও জুলেখা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত।

১৯ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর ছাগলনাইয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে ১৮ জুন ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলে উপজেলা ব্যাপি মোট ৫১ টি ভোটকেন্দ্রে পুরুষ মহিলা মিলে ১ লক্ষ ৪২ হাজার ৭৯ জন ভোটারের মধ্যে,যথারিতী সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়েছে।উপজেলা ব্যাপি ভোটকেন্দ্র গুলিতে বড় দরণের কোন সহিংস ঘটনা ঘটেনি।বিচ্ছিন্ন কিছু ঘটনা যেমন জালভোট প্রদান,ভোটকেন্দ্রের আশেপাশে সন্দেহ জনক ভাবে ঘোরাঘুরি এইসব ঘটনা ব্যাতীত সার্বিক বিবেচনায় ভোট গ্রহণ শান্তপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে।ভোট গ্রহণ চলাকালীন বিচ্ছিন্ন ছোটখাট ওই সব ঘটনায় জড়িত থাকা সন্দেহে ভ্রাম্যমান আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপজেলার কয়েকটি ভোটকেন্দ্র থেকে মোট ৭ জনকে আটক করেন।
উপজেলার সবক’টি ভোটকেন্দ্রের ভোট গণনা শেষে,ভাইস চেয়ারম্যন পুরুষ ও মহিলা পদে মোট ৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক মজুমদার তালা প্রতীক নিয়ে,৩০ হাজার ৮’শ ৯৪ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃজসিম উদ্দিন মাইক প্রতীকে ভোট পেয়েছেন মোট ১ হাজার ১৮ টি।মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি জুলেখা শিল্পী কলস প্রতীকে ২৮ হাজার ৮’শ ৫৩ ভোট পেয়ে,একি পদে দ্বিতীয় বারেরমত বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমিনা ফেরদৌস আইরিন হাঁস প্রতীক নিয়ে,ভোট পেয়েছেন ২ হাজার ২’শ ৭২ টি।
ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার শাহিদা ফাতেমা চৌধুরী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা,ভাইস চেয়ারম্যান পুরুষ পদে এনামুল হক মজুমদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি জুলেখা শিল্পীকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা