July 27, 2024, 2:53 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

ফেনীর পরশুরামে মায়ের মৃত্যু সংবাদ শুনে পুত্রের মৃত্যু।

২৫ জুন২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃচট্রগ্রামে চাকুরীরত মা-বাবার কণিষ্ঠ পুত্র মোঃআবদুস শুক্কুর (৪৭) চাকুরীস্থলে কর্মরত থাকা অবস্থায় বাড়ী থেকে তার মোবাইল নাম্বারে ফোন দিয়ে তার বৃদ্ধা মায়ের মৃত্যু সংবাদ জানালে,সংবাদটি শুনা মাত্রই মায়ের মৃত্যু শোক সইতে না পেরে কর্মস্থলে ঘুরে পড়ে তাৎক্ষণিক মৃত্যু বরণ করেন শুক্কুর।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ২৪ জুন সোমবার।জানাযায় ফেনীর পরশুরাম উপজেলার ধনীকুন্ডা ইউনিয়নের উত্তর ধনীকুন্ডা গ্রামে,মুন্সি বাড়ীতে ২৪ জুন সোমবার মৃতঃইউনুছ মিয়ার স্ত্রী ও শুক্কুরের বয়োবৃদ্ধা মা বধ্যর্কজনিত কারণে মৃত্যু বরণ করেন।চট্রগ্রামে চাকুরীরত শুক্কুরকে তার মায়ের মৃত্যু সংবাদটি জানাতে তার মোবাই নাম্বারে ফোন করেন স্বজনরা।সংবাদটি শুনে মায়ের মৃত্যু শোক সইতে না পেরে একি দিন মায়ের সাথে মৃত্যু বরণ করলেন পুত্র।আবার একি দিন বাদ মাগরিব একই স্থানে মা ও পুত্রের নামাজে জায়নাযা অনুষ্ঠিত হয়।জায়নাযা শেষে মা ও পুত্রকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরস্থ করা হয়।এই ঘটনায় পরশুরামের ধনীকুন্ডা গ্রামে শুক্কুরের বাড়ীতে শোকের মাতম চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা