২৫ জুন২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃচট্রগ্রামে চাকুরীরত মা-বাবার কণিষ্ঠ পুত্র মোঃআবদুস শুক্কুর (৪৭) চাকুরীস্থলে কর্মরত থাকা অবস্থায় বাড়ী থেকে তার মোবাইল নাম্বারে ফোন দিয়ে তার বৃদ্ধা মায়ের মৃত্যু সংবাদ জানালে,সংবাদটি শুনা মাত্রই মায়ের মৃত্যু শোক সইতে না পেরে কর্মস্থলে ঘুরে পড়ে তাৎক্ষণিক মৃত্যু বরণ করেন শুক্কুর।
এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ২৪ জুন সোমবার।জানাযায় ফেনীর পরশুরাম উপজেলার ধনীকুন্ডা ইউনিয়নের উত্তর ধনীকুন্ডা গ্রামে,মুন্সি বাড়ীতে ২৪ জুন সোমবার মৃতঃইউনুছ মিয়ার স্ত্রী ও শুক্কুরের বয়োবৃদ্ধা মা বধ্যর্কজনিত কারণে মৃত্যু বরণ করেন।চট্রগ্রামে চাকুরীরত শুক্কুরকে তার মায়ের মৃত্যু সংবাদটি জানাতে তার মোবাই নাম্বারে ফোন করেন স্বজনরা।সংবাদটি শুনে মায়ের মৃত্যু শোক সইতে না পেরে একি দিন মায়ের সাথে মৃত্যু বরণ করলেন পুত্র।আবার একি দিন বাদ মাগরিব একই স্থানে মা ও পুত্রের নামাজে জায়নাযা অনুষ্ঠিত হয়।জায়নাযা শেষে মা ও পুত্রকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরস্থ করা হয়।এই ঘটনায় পরশুরামের ধনীকুন্ডা গ্রামে শুক্কুরের বাড়ীতে শোকের মাতম চলছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।