• বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান সেনাপ্রধানের বিএনপি এত খারাপ হলে জামায়াতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি: তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে: ড. মোশাররফ হোয়াইট কালার অপরাধী চক্রের কাছে জিম্মি মেঘনা উপজেলাবাসী বৈষম্যমূলক নেতৃত্বে প্রান্তিক সমাজে রাজনীতির নগ্নতা প্রকাশ ঢাকা-৫ নবীউল্লাহ নবীর ব্যাপক গণসংযোগ, নির্ভার জয়ের সম্ভাবনা

ফেনী-ছাগলনাইয়া সড়কে যানবাহনে গণ ছিনতাই।

নিজস্ব সংবাদ দাতা / ২৩৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০১৯

২৮ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কে ছাগলনাইয়া ও ফেনী সদর থানা সীমান্তবর্তী ফেনী অংশে রুহিতিয়া রাস্তার মাথা নামক স্থানে বৃহস্পতিবার দিবাগত রাতে ২৮ জুন শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে সড়ক অবরোধ করে,প্রসূতি মা’কে বহনকারী এ্যাম্বুলেন্স সহ প্রায় ২০ টি’র ও বেশী যানবাহনে গণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।ছিনতাইকারীরা এইসব যানবাহনের চালকসহ যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুটে নিয়েছে।
ছিনতাইয়ের শিকার একাধীক যানবাহন চালক ও যাত্রীদের সূত্রে জানাযায়,  ছিনতাইকারীদের কবলে পড়া যাত্রীবাহি একটি সিএনজি অটোরিক্সায় বহনকৃত এক যাত্রীর কাছে থাকা জীবন্ত দুটি হাঁস ছিনতাইকালীন সময় সেচামেসি করে ডাকছিল,হাঁস দু’টির সেচামেসি শুনে ওই সময় ছিনতাইকারী সদস্যদের মধ্যথেকে একজন ছুটে এসে,ওই যাত্রীর কাছ থেকে হাঁস দু’টি ছিনিয়ে নিয়ে,হাঁস দু’টিকে জীবন্ত অবস্থায় পায়ের নিছে চেপে ধরে হাত দিয়ে টেনে ছিন্নবিন্ন করে ফেলেন।
ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কে যানবাহনে গণ ছিনতাইয়ের ঘটনা ঘটছে শুনে,ফেনী ও ছাগলনাইয়া থানা পুলিশের একাধীক টহল পুলিশ ঘটনাস্থলের দিকে রওয়ানা দিলে ছিনতাইকারীরা ঘটনাস্থল ত্যাগকরে সরে যায়।উভয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পরপরই তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান,ফেনীতে অতিসম্প্রতি যোগদানকৃত ফেনী জেলা পুলিশ সুপার এসপি খোন্দকার নুরুন্নবী বিপিএম,পিপিএম।ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনাস্থলে উপস্থিত থাকা উভয় থানার পুলিশদের অতি দ্রুত সময়ের মধ্যে ছিনতাইয়ের ঘটনায় জড়ীত থাকা অপরাধীদের গ্রেপ্তারে কঠোর নির্দেশ প্রদান করেন।এই ঘটনায় জড়ীত থাকা অপরাধীদের গ্রেপ্তারে সর্ব প্রকার সর্বচ্ছ সহযোগিতা করণে ও আশ্বাস প্রদান করন পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন