January 13, 2025, 3:11 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

এক যুগ আগে নিখোঁজ সন্তান ভারত থেকে ফিরে এলেন মায়ের কোলে।

৩০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : এক যুগ পূর্বে নিখোঁজ সন্তান টি ভারত থেকে ফিরে এলো মায়ের কোলে। ঘটনা টি কুমিল্লার মেঘনা উপজেলা লুটের ইউনিয়নের মোহাম্মদ পুর  গ্রামে ঘটে। ফিরে আসা যুবকের নাম শফিকুল ইসলাম ( মকবুল )। সে মোহাম্মদ পুর    গ্রামের  মুজিবুর রহমানের ছেলে। পরিবার সূত্রে জানা যায়

 

প্রায় ১২বছর আগে  মকবুল নিখোঁজ হয়। বিভিন্ন মাধ্যমে শুনা     কিছু দুষ চক্র ব্যক্তিদের পাল্লায় পরে অবৈধ পথে কলকাতায় চলে যায়, সেখানে গিয়ে ঐ ব্যক্তিরা তাকে দিল্লি শহরে পাচার করে দেয়  । এর পর অনেক খুঁজাখুজি করে তার কোন হদিস না পেয়ে মুকবুলের পরিবার তার আশা ছেড়ে দেয়।   আকশ্মিক ২৯-০৬-২০১৯, রাতে তার এলাকায়, লুটেরচর ইউনিয়ন এসে তার বাড়ি খুঁজতে থাকে পরে এলাকার লোকজন তার সাথে কথা বলে চিনার পর তাকে তার বাড়িতে নিয়ে যায়। হারিয়ে যাওয়া সন্তান পেয়ে মায়ের বাধভাঙ্গা   আনন্দের জোয়ারে সবাই আনন্দিত। ছেলেটিকে দেখতে  মজিবুরের বাড়িতে উৎসুক  জনতার ভিড়। উল্লেখ্য      সে ১২ বছর ভারতের দিল্লিতে থাকার ফলে হিন্দি ভাষা বেশ আয়ত্তে নিয়ে আসছে। তাই এখন সে বাংলার চেয়ে হিন্দিতে কথাই বেশী বলে,,, বাংলায় কথা বলতে একটু আধটু সমস্যা হয়। মুকবুল ও নিজের মায়ের কোলে আসতে পেরে খুবই আনন্দিত। সে সকলের নিকট দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা