December 22, 2024, 4:08 pm
সর্বশেষ:
কুমিল্লা মেঘনার বৈদ্ধনাথপুরে ঢাকা বনাম চট্রগ্রাম বিভাগ কুস্তি খেলা ৯ জানুয়ারি মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ!

দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

৩০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

এনামুল কবির মুন্না,দোয়ারাবাজা প্রতিনিধিঃ
বন্যায় দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ ও সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ। আরও উপস্তিত ছিলেন উপসহকারী প্রকৌশলী রাজু চন্দ্র পাল।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ বলেন, বোগলা দোয়ারাবাজার রাস্তার ব্যাপারে ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্যকে জানানো হয়েছে। তিনি বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন।

বন্যায় যে পরিবার গুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তালিকা করে ইউপি সদস্য গণ দিলে তাদেরকে সাময়ীক খাদ্য সামগ্রী দেওয়া হবে।
ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ বলেন, বোগলা দোয়ারাবাজার সড়কের মোহাম্মদ পুর মোকামের ভাঙন টি ১ মাসের মধ্যে নির্মান করতে হবে। ইউনিয়নের প্রতিটা কাচা রাস্তা শুকনো মৌসমে মেরামত করার অপেক্ষায় আছি।ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে বোগলা দোয়ারাবাজার সড়কের মামনপুর মোকামের সামনে ৮০ ফুট ভাঙা রাস্তা ও ভুজনা দোয়ারাবাজার সড়ক।

মহব্বতপুর বাজারে ব্যবসায়ীদের দোকানপাট উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বন্যার পানিতে ভাসিয়ে নেওয়া ঘর ও মালামাল সামগ্রী। ইউনিয়নের গ্রামীণ কাচা ও পাকা রাস্তা বন্যার পানিতে ভেঙে মানুষ চলাচলে অনুপযোগি হওয়ার চিত্র। স্থানীয়দের দাবী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে তালিকা করে সাহায্য দেওয়া। ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাঘাট দ্রুত মেরামত করা, তা না হলে উপজেলার সাথে ৫ টি ইউনিয়নের মানুষ যোগাযোগে দূর্ভোগ পোহাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা