July 26, 2025, 9:38 pm
সর্বশেষ:
মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা

ফেনী জেলা জাসদের কমিটি ঘোষণা: বারী সভাপতি মোমিন সম্পাদক।

৩ জুন ২০১৯, বিন্দুবাংলা টি.. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনী জেলা জাসদের কমিটিতে দীর্ঘদিন শূন্য থাকা সভাপতি পদে এতদিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী কাজী আবদুল বারীকে পূর্ণঙ্গ সভাপতি ও আবদুল মোমিন মজুমদারকে সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

২ জুলাই রাতে ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতারের ছাগলনাইয়াস্থ বাসভবনে ফেনী জেলা জাসদ আয়োজিত এক সাধারণ সভায় এই ঘোষনাটি দেওয়া হয়।ফেনী জেলা জাসদের নব ঘোষিত সভাপতি কাজী আবদুল বারীর সভাপতিত্বে ও নব ঘোষিত সাধারণ সম্পাদক আবদুল মোমিনের সঞ্চালনায় উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাসদ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার।সভায় বক্তব্য রাখেন জাসদ জেলা কমিটির সদস্য সিরাজ উদদৌলা পাটোয়ারী ও জিয়া উদ্দিন মেম্বার।এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,জেলা কমিটির কোষাধ্যাক্ষ মোঃজাফর ইমাম ও সংখ্যালগু বিষয়ক সম্পাদক বিনোদ বিহারী বিশ্বাসসহ দলীয় নেতা-কর্মীগণ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা