৯ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নূরন্নবী পিপিএম,বিপিএম এর দিক নির্দেশনায় ও ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহেমদ এর নের্তৃত্বে ছাগলনাইয়া থানার পুলিশ ৮ জুলাই দিবাগত ৯ জুলাই গভীররাতে থানা এলাকায় দুইটি অভিযান চালিয়ে,দুর্ধর্ষ এক ডাকাত সদস্যসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ্ উদ্দিন নিজে স্বশরীরে অভিযানে বের হওয়াকালীন,থানার এসআই মোঃ আলমগীর হোসেন,এএসআই মোঃ আলী হোসেন,এএসআই মোঃ নুর আল আহসান,এএসআই মোঃআব্দুল মতিন,এএসআই মোঃওমর খাঁন, এএসআই মোঃফিরোজ আলম ও এএসআই মোঃমতিউর রহমানকে সাথে নিয়ে,রাত সাড়ে ১২ টার দিকে ছাগলনাইয়া পৌরসভাধীন মটুয়া গ্রামে প্রথম অভিযানটি চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, পৌরসভাধীন বাঁশপাড়া গ্রামের মৃতঃ জালাল আহাম্মদের পুত্র,মোঃএমরান প্রকাশ মিয়া (৩৪),একি গ্রামের মৃতঃঅদিদুর রহমান মজুমদারের পুত্র,মোঃশহিদ উল্যাহ প্রকাশ কানা শহিদ (৪৫),ঘটনাস্থল দক্ষিণ মটুয়া গ্রামের মোঃমমতাজুর রহমানের পুত্র,মোঃআবদুল আহাদ প্রকাশ হৃদয় (২৪) ও খাগড়াছড়ি জেলাধীন রামগড় উপজেলার ফেনীরকুল গ্রামের,মোঃআহছান উল্লাহ’র পুত্র,মোঃমহিউদ্দিন মহিন (২৭) এই চার মাদক ব্যবসায়ীয়ের কাছথেকে পুলিশ ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।
রাত আড়াইটার সময় থানার এসআই মোঃমনির হোসেনকে সাথে নিয়ে ওসি মেজবাহ্ উদ্দিন দ্বিতীয় অভিযান চালিয়ে,উপজেলাধীন পাঠাননগর ইউনিয়নের পাঠাননগর বাজার থেকে লক্ষীপুর জেলার আমান উল্লাপুর গ্রামের,মোঃদুলাল মিয়ার পুত্র,আন্তজেলা ডাকাত দলের সদস্য দুর্ধর্ষ ডাকাত মোঃদিদারুল ইসলামকে গ্রেপ্তার করেন।
ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ ৪ মাদক ব্যবসায়ী ও ১ ডাকাত সদস্য গ্রেপ্তার এবং আসামীদেরকে ফেনী কোর্টে চালান দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।