July 11, 2025, 5:56 am
সর্বশেষ:
তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি

মেঘনায় জনাকীর্ণ ইউপি ভবনটি এখন রঙিন, কিন্তু ঝুঁকি!

১৬ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,    মেঘনা সংবাদদাতা :  কুমিল্লার মেঘনা উপজেলায় ইউপি ভবনটি রঙ্গের ছোয়ায় রঙিন,কিন্তু ঝুঁকি!     গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ভবন টি সেননগর বাজারে অবস্থিত কেউ যদি ইদানিং সেখানে যান তা হলে চমকে ও যেতে পারেন।

মান্দাতা আমলের এই ভবনটি তে ঝুঁকি নিয়ে কাজ করতেন চেয়ারম্যান  ইউপি সদস্য সহ সংশ্লিষ্টরা। দীর্ঘদিন এই ভবনটিকে নতুন করে করার জন্য ভূমি প্রয়োজনের তুলনায় কম থাকায় বহুবার এলাকার নেতৃস্থানীয় দের নিয়ে মিটিং ও করা হয় এমন কি ইউনিয়ন পরিষদের যায়গা বেদখল হওয়ার কারনে সমঝোতার ভিত্তিতে জায়গা বের করে নতুন ভবন তৈরির তদবির চালানোর কথা ছিলো,কিন্তু কাজের কাজ কিছুই হয়নি যে ভবনটি কে দুই থেকে তিন বছর পূর্বে তৎকালীন সময়ের ডিসি পরিদর্শনে এসে এটিকে পরিত্যক্ত ঘোষণা করার কথাও বলে গিয়েছিল কিন্তু অদৃশ্য কারনে তা করা হয়নি। ঝুঁকি নিয়ে ই কাজ চালিয়েছেন কর্তৃপক্ষ। ভবনটির পলেস্তারা ভেঙে পড়তো ছাদের ডালাইয়ের রড গুলো ক্ষয় হয়ে অকেজো হয়ে গেছে। যে কোন মুহূর্তে ভবনটি দূর্ঘটনার সম্মুখীন হতে পারে এবং হতাহতের ঘটনা ও ঘটতে পারে। সাম্প্রতিক কালে ভবন টিকে মেরামত করা হয় যা বেরন গাছ দিয়ে খাট বানানোর মত হয়েছে। বদলে গেছে ভবনের চেহারা, জনাকীর্ণ, পরিত্যক্ত, ঝুঁকি পূর্ণ সকল অবস্থান রেখে আস্তর আর  রঙ লাগিয়ে ভবনটিকে রঙ্গিন বানিয়ে ফেলা হয়েছে। কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর প্রশ্ন  ভবন টি রঙ্গিন হওয়ার ফলে কি     ঝুঁকি মুক্ত হয়েছে?  যদি না হয় এ ভবনটি পরিত্যক্ত ঘোষণা না করে কেন রঙ্গিন করা হলো,প্রশ্ন সচেতন সমাজের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা