July 26, 2024, 11:42 pm
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

দিনাজপুর ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত।

১৮ জুলাই ২০১,, বিন্দুবাংলা টিভি. কম,    আল হেলাল চৌধুরী, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি:

মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদ্বোধন করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে জিএম পাইলট বিদ্যালয় পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং  সকাল ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্যচাষী, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, শিক্ষার্থী, সূধীজন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা মৎস্য দপ্তরের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার এটিএম হামিম আশরাফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার হাবিবুর রহমান, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, উপজেলা প্রকল্প কর্মকর্তা শফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা