July 27, 2024, 6:35 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

গজারিয়ায় নদী ভাঙ্গন রোধে বাধ নির্মান প্রকল্প এলাকা পরিদর্শনে কর্তৃপক্ষ।

২০ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান :    মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভাঙ্গণপ্রবণ এলাকা ইসমানীরচরে বাধ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষে আজ প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন কর্তৃপক্ষ।
আজ সকালে গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:আমিরুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শনের আসেন প্রকল্প পরিচালক প্রকৌশলী মহসিন উদ্দিন আহমেদ ভূইঁয়া, এসময় তার সাথে ছিলেন, ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন অব বাংলাদেশ ( আইইবি)’র যুগ্ন সাধারণ সম্পাদক ও এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী মামুনুর রশীদ, এলজিইডির গজারিয়া উপজেলা জেলা প্রকৌশলী আরজুরুল হক, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেকী খোকন প্রমূখ।
এলজিইডির গজারিয়া উপজেলা প্রকৌশলী আরজুরুল হক আরজু জানান , মেঘনা নদীর ভাঙ্গণপ্রবণ এলাকা ইসমানীরচরে প্রায় ১২’শ মিটার অংশে নদী তীর রক্ষা বাধ নির্মাণ করা হবে। প্রকল্পটির ব্যায় ধরা হয়েছে ৮ কোটি টাকা যা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করবে। প্রথমে ধাপে ১৯৭মিটার অংশের জন্য ৯৮ লক্ষ টাকার টেন্ডার হয়েছে আর বাকী অংশের টেন্ডারও দ্রুত হবে এবং আগামী শুষ্ক মৌসুমে বাধটির নির্মাণ কাজ শেষ হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা