July 26, 2025, 12:29 am
সর্বশেষ:
মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু

২৫ জুলাই ২০১,, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২ টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে খুলনার শহীদ হাদিস পার্কে এ সমাবেশ শুরু হয়। যদিও ঘোষণা ছিল ২টায় সমাবেশ শুরু হবে। কিন্তু আবহাওয়ার কারণে মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ২টা ৪৫ মিনিটে সমাবেশের আনুষ্ঠানিক শুরু ঘোষণা করেন। সমাবেশকে কেন্দ্র করে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ব্যানার হাতে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন নেতা-কর্মীরা।
বৃষ্টিকে উপেক্ষা করে ধীরে ধীরে হাদিস পার্ক কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শত শত নেতা কর্মীরা বৃষ্টিতে ভিজে দলে দলে যোগদান করছে সমাবেশে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, বিভাগীয় এ সমাবেশে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান।
সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।
অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, এ্যাড. নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু ভাই, মসিউর রহমান, সৈয়দ মেহেদী আহামেদ রুমী, কবির মুরাদ, যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা