৫ আগস্ট ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম,
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে বাওট দাসপাড়ার কলা ব্যাবসায়ী মহিদুলকে গোডাউনে বিষাক্ত কেমিক্যাল দিয়ে কলা পাকানোর দায়ে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ব্যববসায়ী মহিদুল উপজেলার মটমুড়া গ্রামের দেছের আলির ছেলে। সে বাওট গ্রামে মৌসুমি কাঁচা মালের ব্যাবসা করে ।
ভ্রাম্যমান আদালতের পরিচালক উপজেলা ভূমি কর্মকর্তা সুখময় সরকার জানান, বিষাক্ত কেমিকেল দিয়ে কাচা কলা পাকা করণের দায়ে ভোক্তা অধিকার আইনে ব্যবসায়ী মহিদুলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।