১০ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
দুই একদিন পর ঈদ। আর এই ঈদ মানে আনন্দ, খুশী ইত্যাদি ইত্যাদি। আর এই ঈদকে ঘিরে জমে উঠে গরু- ছাগলের হাট। আর এবার ও সবচেয়ে বড় গরু বসকে নিয়ে উঠেছে আলোচনা।
বস নামের এই গরুটির দাম ৩৭ লাখ টাকা। গরুটির জন্ম যুক্তরাষ্ট্র । বছর খানেক আগে তাকে ঢাকাতে আনা হয়। বসের পালক ইমরান হোসেন জানান, বসের ওজন প্রায় এক হাজার চারশ কেজি। নিলামে সেটি বিক্রি হয়েছে ৩৭ লাখ টাকায়।
বাংলাদেশে বিক্রি হওয়া গবাদির পশুর দাম অনুসারে এটি একটি নতুন রেকর্ড। তবে, শোনা গিয়েছে মেয়র আতিকুল ইসলামের ভাতিজা এই গরুটি কিনেছে। ইসলাম গার্মেন্টস এর মালিক শাকির আহমেদ এই গরুটি ক্রয় করেছেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।