July 9, 2025, 1:54 pm
সর্বশেষ:
মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী

মেঘনার অভ্যন্তরীণ রাস্তার বেহালদশা।

১৭ আগস্ট ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : কুমিল্লা মেঘনা উপজেলার অভ্যন্তরীণ কাচা – পাকা রাস্তা গুলোর বেহাল দশায় চলাচল অনুপযোগী হয়ে উঠেছে। চন্দনপুর থেকে মুক্তি নগর পর্যন্ত ৪. ৫০ কি মি রাস্তা খনাখন্দের কারনে চলাচলের অযোগ্য হয়ে যায় ও প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। মুক্তিনগর থেকে ছিনাই মোড় পর্যন্ত রাস্তার রাধানগর ব্রিজের পরে খানাখন্দভরা ফলে ব্যস্ততম রাস্তার উপর দিয়ে সিওএন জি প্রাইভেটকার সহ ভারী যানবাহন চলাচল করতে গিয়ে দূর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। তুলাতুলি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের রাস্তাটিও বেহাল দশা, অদৃশ্য কারণে এর কাজ করা হচ্ছেনা ফলে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শুরু করে জনগণকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। ভাটের চর থেকে প্রেসক্লাব মোড় রাস্তার লুটের চর ও নয়া মোহাম্মদ পুর নদীর ঘাট পর্যন্ত সড়কের চিত্র খুবই ভয়াবহ, এ দিকে হিজল তলী থেকে করিমাবাদ রাস্তায় ও বকসিকান্দা থেকে কান্দার গাও রাস্তায় ধানের চারা রোপণ করা যাবে হীন পরিস্থিতিতে জনভোগান্তী চরম আকার ধারন করেছে। বৃষ্টি মৌসুমে নিম্নাঞ্চল গুলোতে এই পরিস্থিতির মোকাবেলা করতে হয় প্রতিবছরই জনমনে প্রশ্ন গতানুগতিক জনবল দেখভাল করার জন্য থাকলে এই পরিস্থিতি তে অনেকটাই লাঘব সম্ভব। ফেসবুকে এ নিয়ে ভিডিও ফুটেজ সহ অনেক  লেখালেখি চলমান কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে। কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর আকুল আবেদন দৈন্যদশা থেকে মেঘনাবাসীকে মুক্তি দিন। সরকারি ছুটির কারনে কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা