আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর ফুলবাড়ী উপজেলা সেচ্ছাসেবকলীগ ও পৌর সেচ্ছাসেবকলীগের আয়োজনে মহান স্বাধীনতার স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা সেচ্ছাসেবকলীগ কার্যালয়ে বিকেল ৩টায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৫টায় উপজেলার তোসিম উদ্দিন ও অফিরোন নেসা কাওমি মাদ্রাসার এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করেন দিনাজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মেহেদী হাসান মিঠু,যুগ্ন আহবায়ক আশিকুজ্জামান বাপ্পি, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তোজাম্মেল হক, যুগ্ন আহবায়ক রাশেদুজ্জামান রাসেলসহ স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ান সংগঠনের নেতৃবৃন্দ।