১৭ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলায় ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেঘনার বিভিন্ন ইউনিয়নের কর্মসূচিতে অংশ গ্রহণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম। তিনি উপজেলার লুটের চর ইউনিয়ন ভাওর খোলা, রাধানগর ইউনিয়ন এ কাঙ্গালি ভোজের পর আলোচনা সভায় রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমাম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন শিশির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ২ শফিক মৃধা, জাহাঙ্গীর, মহসিন মেম্বার,প্রবাসী হোসেন মনির, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।