২৪ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া, :জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের মোঃ জয়নাল আবেদিনের কিশোরী কন্যা মোছাঃ শাবানা আক্রার ১৭ গত ২১ আগস্ট সকাল অনুমান ৮ ঘটিকার সময় বাড়ি থেকে বের হয়ে ঢাকা তার বোন জামাই ইউনূছ মোল্লার বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে নিখেঁাজ হয়ে যায়। নিখেঁাজ শাবানার বয়স ১৭ গায়ের রং ফর্সা চুল কালো উচ্চতা অনুমান ৪.৮ ইঞ্জি এই সময় তার পড়নে ছিল পাতা রংঙ্গের স্যালোয়ার কামিজের উপর কালো রংঙ্গের বোকরা। এ বিষয়ে ২৩ আগষ্ট ২০১৯ তারিখে শাবানার পিতা জয়নাল আবেদিন নাসিরনগর থানার সাধারণ ডায়রী নং ৮২৪ দায়ের করে। কোন সুহৃদয় ব্যাক্তি তার সদ্ধান পেলে নিচের নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হল।
যোগাযোগের নাম্বারঃ ০১৮৮৮-৫৫০৭৪৩, ০১৮৩৭-৩০৯১৬০, ০১৬৭৫৫৬৫৬২৫।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।