January 8, 2025, 4:24 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

মাটিরাঙ্গা পৌরসভায় মশক নিধন অভিযান চালালেন ‘ছয় কাউন্সিলর’

২৬ আগস্ট ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদা,

খাগড়াছড়ি প্রতিনিধি :

মাটিরাঙ্গা পৌরসভায় যখন মশক নিধন অভিযান মুখ থুবড়ে পড়েছে। সর্বত্র ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঠিক তখনই মাটিরাঙ্গা পৌরসভায় মশক নিধনে এগিয়ে এসেছেন মাটিরাঙ্গা পৌরসভার ছয় কাউন্সিলর। মশক নিধনে মাটিাঙ্গা পৌরসভার ছয় কাউন্সিলরের সহায়তায় হাত বাড়ান খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম।

খাগড়াছড়ি পৌরসভার সহযোগিতায় সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মাটিরাঙ্গা মাটিরাঙ্গা পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরী ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানের অংশ হিসেবে মাটিরাঙ্গা পৌর সদরে অবস্থিত মাটিরাঙ্গা উপজেলা পরিষদ, মাটিরাঙ্গা থানা এলাকা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজার এলাকার ড্রেনসহ বিভিন্ন নালা-নর্দমায় জমে থাকা পানিতে মশক নিধন ঔষধ ছিটানো হয়।

এসময় মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ, মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম ভূইয়া, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা পৌরসভায় মশক নিধন অভিযান পরিচালনায় প্রয়োজনীয় সরঞ্জাম ওলোকবল দিয়ে সহযোগিতার জন্য খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলমমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ বলেন, এখানকার মানুষ যখন ডেঙ্গ মশার আতঙ্কে ভুগছে তখন তিনিই মশক নিধনে আমাদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেন।

সারাদেশে ডেঙ্গ প্রতিরোধে দেশব্যাপী মশক নিধন পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করলেও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক সে উদ্যোগ গ্রহণ করেনি জানিয়ে মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন বলেন, এনিয়ে আমাদেরকে পৌরসভার সাধারন জনগনের প্রশ্নে মুখে পড়তে হচ্ছে। তাই খাগড়াছড়ি পৌরসভার মেয়রের সহযোগিতায় আমরা মাটিরাঙ্গা পৌরসভার আতঙ্কিত জনগনের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করেছি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা