২৭ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ডেঙ্গু পরিস্থিতি, অবৈধ পলিব্যাগ ও উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের নবাগত বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি। ওইসময় তিনি জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ও ডেঙ্গু পরিস্থিতির খেঁাজ-খবর নেন।
জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদসহ ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।