২৮আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
দোয়ারাবাজার প্রতিনিধিঃসুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের ওপার থেকে চোরাই পথে নিয়ে আসা ভারতীয় গরুর চালান আটক করা হয়েছে।
বুধবার ভোর রাতে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাশতলা বিওপির টহল দল প্রায় ১লক্ষ ৭৫হাজার টাকা মূল্যের চোরাই গরুর চালানটি আটক করে।
২৮- বর্ডারগার্ড ব্যাাটালিয়নের অধিনায়ক মো: মাকসুদুল আলম জানান, দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপির টহল দল বুধবার( ২৮ আগস্ট)ভোর রাতে সীমান্ত পিলার ১২৩২/৮-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর-৬১৪৮৩৫, মানচিত্র ৭৮ও/১২) দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী নামক স্থান হতে ০৫টি ভারতীয় গরু আটক করে,আটককৃত ০৫টি গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জ কর্তৃক নিলাম কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যার আনুমানিক সিজার (বিজিবি)মূল্য ১,৮০,০০০/- টাকা।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।