সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর ছাগলনাইয়া উপজেলার ৮ নং রাঁধানগর ইউনিয়নস্থ ভারত সীমান্তবর্তী বাংলাদেশ অংশে পূর্ব মধুগ্রাম সীমান্তে এবং ভারত অংশে শ্রীনগর সীমান্তে নোম্যান্সল্যান্ডে স্থাপিত বাংলাদেশ-ভারত বর্ডার হাট পরিদর্শন করলেন,ফেনী জায়লস্কর ৪ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক সহ ফেনী জেলার উর্ধতন কর্মকর্তাগণ।
২৭ আগস্ট (মঙ্গলবার) বেলা ১১ টায় সপ্তাহের নির্ধারিত হাট বারের দিনই বাংলাদেশ-ভারত এই বর্ডার হাট টি পরিদর্শন করেন,ফেনী জেলা প্রশাসক মোঃওয়াহিদুজ্জামান।পরিদর্শনকালীন জেলা প্রশাসকের সাথে আরো উপস্থিত ছিলেন,জায়লস্কর ৪ ব্যাটালিয়ন বিজিবি’র পরিচালক মোঃনাহিদুজ্জামান বিজিবিএম,পিবিজিএম,ফেনী জেলা পুলিশ সুপার খন্দকার নরুন্নবী বিপিএম,পিপিএম,সহকারী জেলা প্রশাসক পি,কে এনামুল করিম,সহকারী পুলিশ সুপার নিশান চাকমা,ছাগলনাইয়া ভূমি কমিশনার মোহাম্মদ হোসেন পাটোয়ারী ও ৮ নং রাঁধানগর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক মাবু।বর্ডার হাট পরিদর্শনকালীন কর্মকর্তাগণ এক শ্রেণীর সিন্টিকেটের হাতে অনেকটা নিয়ন্ত্রীত বাংলাদেশ-ভারত বর্ডার হাটটির স্বচ্ছতা নিশ্চিত করণে,হাটটির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিজিবি জোয়ানদের দিকনির্দেশনা প্রদান করেন।