২৯ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, আবুবক্কর সিদ্দিক,
ঝালকাটি প্রতিনিধিঃ ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: জোহর আলীর। প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: আরিফুল ইসলাম, জেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা বিভাগের সমন্বয়কারী সুবিমল হালদারসহ বিভিন্ন বিভাগ, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাক্ষরতা দিবস পালন উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে র্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং শ্রেষ্ঠ কেন্দ্র শিক্ষক একজন পুরুষ ও ১ জন নারীকে ও ১ জন শ্রেষ্ঠ শিক্ষাথর্ী ছাত্র ও ১ জন ছাত্রীকে পুরস্কার প্রদান করা হবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।