সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নের্তৃত্বে থানার এএসআই মোঃজাকির হোসেন,এএসআই মোঃফিরোজ আলম,এএসআই ধীমান বড়ুয়া ও এএসআই মোঃফারুক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে, ছাগলনাইয়া থানাধীন ঘোপাল এলাকায় সুলতানা ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে সড়ক থেকে ৩০ আগস্ট বেলা আনুমানিক সাড়ে ১১ টার সময় ঢাকা অভিমুখি লবন ভর্তি একটি ট্রাক আটক করেন।
ট্রাকটিতে তল্লাসি চালিয়ে ৪ হাজার ৫ শত পিছ ইয়াবা উদ্ধার করেন পুলিশ।ট্রাকটি তল্লাসিকালীন ঘটনাস্থথলে উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার নিশান চাকমা।এই সময় ইয়াবা প্রাচারে জড়িত ট্রাকে থাকা ৩ ইয়াবা প্রাচারকারীকে আটক করা হয়।আটককৃত ৩ ইয়াবা প্রাচারকারী মাদক ব্যবসায়ী হলেন,
মোঃহাফিজুল ইসলাম (৩৬),পিতা- মোঃআনোয়ারুল ইসলাম,সাং- বালিয়াডাঙ্গা,থানা-দেবহাটা,জেলা- সাতক্ষীরা,মোঃরফিকুল ইসলাম (২০), পিতা-মোঃবাবর আলী,সাং-বাকাল, থানা ও জেলা- সাতক্ষীরা ও আনোয়ার হোসেন (৩০),পিতা-মৃত নুর ইসলাম,সাং-বালিকান্দা,থানা- উজিরপুর,জেলা-বরিশাল।
ইয়াবা উদ্ধারসহ ৩ ইয়াবা প্রাচারকারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন,ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ।