জানা গেছে, ইসলামপুরের পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী গ্রামের বাসিন্দা প্রতিবন্ধি মো: নজরুল ইসলাম(৬৫), পিতা- মৃত মকবুল হোসেন। তার পরিবারের চার জন অক্ষম সদস্যের মধ্যে রয়েছেন তার বৃদ্ধা মা মজিরন বেওয়া (৯০), স্ত্রী রাশেদা বেগম (৬০) ও এতিম শিশু নাতি মো: শরিফ উদ্দিন (২)।
শারিরীক ও শ্রবন প্রতিবন্ধি মো: নজরুল ইসলাম ৬৫ বছর বয়সেও পায়নি কোন প্রতিবন্ধি ভাতা, বয়স্কভাতা ও ভিজিডি কার্ড। তিনি তার অতিদরিদ্র ও অসহায় পরিবারের অক্ষম চারজন মানুষের জীবন বাঁচাতে ইসলামপুর উপজেলা শহরের অফিস পাড়া ও ঠাকুরগঞ্জ নিত্যবাজারে দীর্ঘদিন যাবত খুড়িয়ে খুড়িয়ে ভিক্ষা করেন। তিনি দীর্ঘদিন যাবত ভিক্ষাবৃত্তি করলেও বর্তমান সরকারের ভিক্ষুক পূণর্বাসন কর্মসুচীতেও তার নাম উঠেনি।
প্রতিবন্ধি নজরুল ইসলাম বলেন, ইসলামপুরের ইউএনও, ভাইস চেয়ারম্যান, পলবান্ধা ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের কাছে দফায় দফায় অনুরোধ করেও তিনি কোন সুফল পাননি।