৫সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃআগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার বিয়ের দিন তারিখ ঠিক করেছেন বাবা-মা।৭ দিন পরেই বিয়ের অনুষ্ঠান।কিন্তু বাবার-মা’র ঠিক করা ছেলের সাথে বিয়েতে রাজি ছিলোনা ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড পূর্ব ছাগলনাইয়া গ্রামের রাজ্জাক মেম্বার বাড়ীর জয়নাল আবেদীন ও নুর জাহান বেগমের মেয়ে উম্মে সালমা টুম্পা (২১)।নিজের অসম্মতি থাকার পরও ফেনীর ফুলগাজী উপজেলার লক্ষীপুর গ্রামের প্রবাসী ছেলের সাথে বিয়ে ঠিক করায় বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে উম্মে সালমা টুম্পা।ঘটনার কারন জানতে চাইলে টুম্পার বাবা জয়নাল আবেদীন এমন বর্ণনা প্রদান করেন।বাবা জয়নাল আবেদীন বলেন,এ বিয়েতে টুম্পার কিছুটা অমত ছিলো।ভালো পাত্র পেয়েছি তাই বিয়ে ঠিক করলাম।টুম্পা ২০১৮ সালে এইচ এস সি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়।সে শিক্ষিতা মেয়ে সে এমন ঘটনা ঘটাবে তা চিন্তাও করিনি।ঘটনার দিন সকালে টুম্পার বিয়ের অনুষ্ঠানের বিষয়ে পরামর্শ দিতে তার খালা আমাদের বাড়ীতে এসেছিলো।দুপুরে ভাত খাওয়ার পর তার খালাকে বিদায় দিতে টুম্পার মা এবং আমি রাস্তায় যাই।বিকেল সাড়ে ৪টার সময় বাড়ী ফিরে তার শয়ন কক্ষের দরজা বিতর থেকে বন্ধ দেখে সন্দেহ হলে আমরা দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করলে,ঘরের ভুতিরের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় টুম্পাকে ঝুলন্ত দেখতে পাই।সাথে সাথে ছাগলনাইয়া থানার পুলিশকে বিষয়টি অবহিত করলে,বিকেল সাড়ে ৫ টার মধ্যেই ছাগলনাইয়া থানার ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ সহ পুলিশ সদস্যরা আমাদের বাড়ী এসে টুম্পার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।এমন বর্ণনা দিলো টুম্পার বাবা জয়নাল আবেদীন। এ বিষয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্চ (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন,লাশের ময়না তদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত প্রাথমিক ভাবে আমরা এ মৃত্যুকে আত্মহত্যা বলে ধারনা করছি।তবে এ বিষয়ে তদন্ত চলছে। টুম্পার লাশ ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।