৮ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেহের আলী বাচ্চু, মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর চৌগাছা থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আক্কাস আলী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
শনিবার রাত সাড়ে আটটার দিকে গাংনী উপজেলার চৌগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আক্কাস আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি পাকুরিয়ার মৃত রব্বান শেখ এর ছেলে।
জেলা ডিবি পুলিশের ওসি রবিউল ইসলাম জানান,শনিবার রাতে আসামি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে গাংনী থানার চৌগাছা এনলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।পরে তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবাসহ হাতেনাতে তাকে আটক করা হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।