৮ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলায় ব্রিজের অভাবে রশি টেনে নদী পারাপার হতে হচ্ছে জনগণকে ফলে ভোগান্তির শেষ নেই। উপজেলার চালিভাংগা ইউনিয়ন পরিষদের রামপ্রসাদের চর – টিটির চর গ্রামের মাঝখানে বয়ে যাওয়া মেঘনার শাখা নদী এ টি। ব্রিজের অভাবে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণিপেশার জনগণ এই রুটে চলাচল করে নৌকায় করে রশি টেনে এপার ওপার জীবনের ঝুঁকি নিয়ে। এলাকাবাসী জানান এই রুটে চলাচল করতে হয় শত শত লোকের কিন্তু ডিজিটাল যোগে যেখানে দেশ এগিয়ে যাচ্ছে আমরা সেখানে পিছিয়ে যাচ্ছি যোগাযোগের জন্য,অভিভাবকদের বক্তব্য হচ্ছে আমাদের ছেলে মেয়েরা খুব কষ্ট করে ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের দূর্দশা লাঘবে এর ব্যবস্থা গ্রহণ করেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।