খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে গ্লোব ফার্মাসিউটিক্যালস নামের একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানের চাপায় নিউপ্রু মারমা (৪০) নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামগড় বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিউপ্রু মারমা রামগড়ের পাগলাপাড়া এলাকার মৃত ভুলি মারমার ছেলে। তিনি চার সন্তানের জনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় রামগড় বাজার বিদ্যুৎ অফিসের সামনে রামগড়-খাগড়াছড়ি প্রধান সড়কে গ্লোব ফার্মাসিউটিক্যালসের কাভার্ডভ্যানটির (ঢাকা মেট্রো অ-১১-৩০৯২) সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশায় থাকা নিউপ্রু মারমা গুরতর আহত হন।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।