ফেনী শহরের মিজান পাড়া বস্তিতে অগ্নিকান্ড ৮ টি ঘর পুড়ে ছাঁই
সৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃফেনী পৌর শহরে ১১ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে মিজান পাড়া নামে একটি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এতে পুড়ে ছাঁই হয়েছে ৮ টি ঘর।অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়,বুধবার দুপুরে শহরের মিজান পাড়ায় ইকবালের মালিকানাধীন মোল্লার কলোনীতে গ্যাসের চুলা থেকে অগ্নিকন্ডের সূত্রপাত ঘটে।অগ্নিকান্ডের ঘটনা ঘটার সাথে সাথে মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।এতে ওই কলোনির মোল্লা,মকবুল,সোহাগ,রুবেল ও নুরজাহানের ৮ টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।অগ্নিকান্ডের সংবাদ শুনে ফেনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃতৌফিকুর রহমান জানান,গ্যাসের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতেপারে বলে মনে হচ্ছে। অগ্নিকান্ডের ঘটনায় ৮ টি পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হতেপারে বলেও প্রাথমিক অবস্থায় ধারণা করছেন তিনি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।