১৩ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
শহিদুল ইসলাম কাজল জামালপুর ঃ জামালপুরের ইসলামপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান এড: আব্দুন নাসের বাবুল।
ইসলামপুর নেকজাহান সরকারী হাই স্কুল মাঠে শুক্রবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইসলামপুরের গাইবান্ধা ইউপি একাদশ ৩-২ গোলে চিনাডুলী ইউপি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মাঠের চারিদিকে প্রায় বিশ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত খেলা শেষে টুর্ণামেন্টের পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। ইসলামপুর উপজেলা নিবাহর্ী কর্মকতার্ মিজানুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী ভূমি কমিশনার সুরাইয়া আক্তার লাকী, ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ, ওসি আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড: আব্দুস ছালাম, ভাইস চেয়ারম্যান আ: খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান, মোরশেদুর রহমান খান মাসুম, উপজেলা আওয়ামীলীদের শ্রম বিষয়ক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনসারীর হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালামের হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।