১৪ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলার বাড়ইকান্দি গ্রামের হাজী জমির উদ্দিন দাখিল মাদরাসার ৭ম শ্রেনির ছাত্রী রিপা আক্তারকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে তার পিতা রফিকুল ইসলাম (৪০) কে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডাদেশ প্রাপ্ত রফিকুল পশ্চিম নকলার মৃত. আবুল হোসেনের পুত্র।
১৩ সেপ্টম্বর শুক্রবার রাত অনুমান আটটার সময় নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ায় এই দন্ডাদেশ প্রদান করেন।
জানাযায়, রফিকুল ইসলাম তার অপ্রাপ্ত কন্যা রিপা আক্তারকে বিয়ে দিচ্ছে এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালত বিবাহ বাড়িতে হাজির হলে বরপক্ষ পালিয়ে যায়। এ সময় মেয়ের পিতা রফিকুল ইসলামকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ আলগীর হেসেন সাহ জানান, শনিবার দুপুরে দন্ডপ্রাপ্ত পিতা রফিকুল ইসলামকে কারাগারে প্রেরন করা হয়েছে ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।