সৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃ
ক্ষমতাসীন দল আওয়ামীলীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা ভিত্তিক সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলের ঘোষিত ত্রি-বার্ষিক সম্মেলন বাস্তবায়নে নিয়োমিত দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দলের নিতীনির্ধারকগণ।তারই ধারাবাহিকতায় ফেনীর ৬ টি উপজেলাতে ও এই কর্মসূচী অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন,ফেনী জেলা আওয়ামীলীগ দলীয় নিতীনির্ধারকগণ।ইতোমধ্যে জেলার দু’একটি উপজেলায় সম্মেলন সম্পন্ন হলে ও ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সম্মেলন হচ্ছে আগিমী ২০ সেপ্টেম্বর।সম্মেলন পূর্ব এরিমধ্যে উপজেলাটির তৃণমূল পর্যায়ে ওয়ার্ড থেকে শুরুকরে পৌরসভা ও ইউনিয়ন পর্যন্ত মূল দলের পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করেছে,দলের জেলা পর্যায়ের নিতীনির্ধারকগণ।আগামী ২০ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগে আগামী দিনের নতুন নেতৃত্ব নির্ধারণ ও ছাগলনাইয়া পৌরসভাসহ উপজেলার ৫ টি ইউনিয়নে ঘোষিত আওয়ামীলীগের নতুন কমিটি গুলির আনুষ্ঠানিক ঘোষনা দিবেন বলে জানিয়েছেন,সম্মেলনের আয়োজক উপজেলা পর্যায়ের নেতারা।
দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া,ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে এই উপজেলায় ঘোষিত হতে যাওয়া দলের নতুন নেতৃত্বে সভাপতি পদে অবস্থান পেতে চায়,ছাগলনাইয়া উপজেলায় একমাত্র আওয়ামী মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে স্বীকৃত পৌরসভাধীন বাঁশপাড়া গ্রামের,মৃতঃবীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের প্রকাশ কাদের মজুমদারের সন্তান,ফেনী জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি নিজাম উদ্দিন মজুমদার।পরিবারটি ছাগলনাইয়া উপজেলায় একমাত্র আওয়ামী মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে স্বীকৃতি পাওয়ার কারণ হচ্ছে,স্বাধীনতা পরবর্তী এই পর্যন্ত এই পরিবারটির মধ্যে অন্যকোন রাজনৈতিক দলের শুধুমাত্র সমর্থক,এমন একজনকে ও অদ্যাবধি খুঁজে পাওয়া যায়নি।যার কারণে মুক্তিযোদ্ধা কাদের মজুমদারের পরিবারটি ছাগলনাইয়া উপজেলা ব্যাপী নিখুঁত আওয়ামী মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে পরিচিত।এমন একটি পরীক্ষিত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যদি উপজেলা পর্যায়ে দলে নিজের নির্দিষ্ট একটি অবস্থান দাবী করে,আগামী দিনে এই উপজেলায় দলকে সাংগঠনিক ভাবে আরো সু-সংগঠিত ও শক্তিশালী করণে সুযোগ চায়,তাহলে তাকে এমন একটা সুযোগ দেওয়া যায় কিনা সেই বিষয়টি দলের জেলা পর্যায়ের নিতীনির্ধারকগণ বিবেচনা করে দেখবেন,এমনটা আশা করেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।