খাগড়াছড়ি প্রতিনিধি :
মাটিরাঙ্গা উপজেলায় অস্ত্রসহ ইউপিডিএফের এক সদ্যসকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় আকটকৃতর কাছে থেকে দেশীয় তৈরী একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনীর সূত্র মতে জানাযায়, গোপন সংবাদের ভিক্তিতে মাটিরাঙ্গা জোনের অফিসার মেজর আরেফিন মো: শাকিল এর নেতৃত্বে একটি টহল দল ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে বুধবার দুপুর দিকে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকার একটি বাড়ি থেকে দেশীয় তৈরী একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ নিয়ং মারমা (৩০)‘কে আটক করে।
আরো জানাযায়, আটককৃত নিয়ং মারমা ইউপিডিএফ‘র স্বশস্ত্র সন্ত্রাসীর গুইমারা উপজেলার কালেক্টর, সে অনেক দিন ধরে ইউপিডিএফ সংগঠন সাথে জড়িত এবং গুইমারার বাইল্যাছড়ি সাইনবোর্ড চাঁদাবাজি ও সস্ত্রাসী কার্যক্রমে নিয়োজিত ছিল বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে আটককৃত নিয়ং মারমা। আটককৃতকে বিকাল সাড়ে ৪টায় দিকে গুইমারা থানায় হস্থান্তর করা হয়েছে।
গুইমারা থানায় অফিসার্স ইনচার্জ বিদ্যুৎ সাহা আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত নিয়ং মারমার বিরুদ্ধে অস্ত্র আইনে গুইমারা থানায় মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।