• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার সেননগর আব্বাসীয়া মাদ্রাসার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন টেলিগ্রাম বিনিয়োগ প্রতারণা: কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার-১ সেননগর আব্বাসীয়া মাদ্রাসার উন্নয়ন কমিটি গঠন হলো সেনগর আব্বাসীয়া মাদ্রাসার উপদেষ্টা মণ্ডলী অনুমোদন মেঘনায় সেনা মোতায়েনে মাদকের সংকট, বেড়েছে দাম সেনা-গণমাধ্যমকর্মীদের মতবিনিময়ে মেঘনায় অপরাধীচক্র চাপে মদদদাতারা আতঙ্কিত বিভেদ নয়, দিকনির্দেশনার রাজনীতি চান তারেক রহমান মেঘনা উপজেলার সংবাদকর্মীদের সঙ্গে সেনা ক্যাম্প কমান্ডারের মতবিনিময় মেঘনায় আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

ইসলাম বিদ্বেষী মন্তব্যের পর নিউ জার্সির মেয়রের পদত্যাগ   

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

৩ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের হান্টারডন কাউন্টির রারিটান শহরের ডেপুটি মেয়র ল্যুই রেইনার তার ফেসবুক পেইজে ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননামূলক মন্তব্য করে তোপের মুখে পড়েন। চলতি সপ্তাহে টাউনশিপ কমিটি তার ওই পোষ্টের নিন্দা জানিয়েছে। এক পর্যায়ে ওই ডেপুটি মেয়র পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

রেইনার তার ফেসবুক পেইজে একটি পোষ্টে ইসলামকে ‘ক্যান্সার’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘অবশ্যই এর (ইসলামের) রেডিয়েশনের মাধ্যমে চিকিৎসা করা দরকার’। এরপরই তোপের মুখে পড়ে পদত্যাগ করেন তিনি। জানা গেছে, ফেলো কমিটি মেম্বার মাইক ম্যংগিন ডেপুটি মেয়র হিসেবে ল্যুই রেইনারের স্থলাভিষিক্ত হবেন।  নির্বাচিত কমিটি মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করেছে। তবে এই কমিটির সদস্য হিসেবে বহাল থাকবেন ল্যুই রেইনার। ২০২০ সালের শেষ নাগাদ  মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত তিনি কমিটির সদস্য হিসেবে নিয়োজিত থাকবেন।

ডেপুটি মেয়রের ভূমিকা থেকে রেইনারের পদত্যাগ গ্রহণ করার পাশাপাশি কমিটি রাইনারকে তার অবমাননাকর, বৈষম্যমূলক ও আপত্তিকর  বক্তব্যটি সেন্সর করার একটি প্রস্তাবও পাস করেছিল। কমিটি তাকে অনুরোধ করেছে, তিনি পুরোপুরি টাউনশিপ কমিটি থেকে পদত্যাগ করবেন। রেইনার ব্যতীত কমিটির সকল সদস্য প্রকাশ্যে এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারা এ সংক্রান্ত প্রস্তাবটি পাস করার পক্ষে ভোট দিয়েছেন।

এদিকে, ডেমোক্র্যাটিক ক্লাব টাউনশিপ কমিটির কাছে রারিতান টাউনশিপ একটি চিঠি লিখে রেইনারকে তার কুৎসিত বক্তব্য প্রত্যাহার এবং মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। ওই চিঠিতে লেখা আছে, এ ধরনের ঘৃণামূলক বক্তব্য আমাদের জাতিকে বিভক্ত করছে। এটি একটি নিন্দনীয় কাজ। এ ধরনের বক্তব্য ধর্মীয় বিভাজন সৃষ্টি করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন