১২ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, শহিদুল ইসলাম কাজল,
স্টাফ রির্পোটার, জামালপুরঃ জামালপুরেএক নারীকে ধর্ষনের অভিযোগে ইয়াকুব মন্ডল (৩৫)নামে এক ব্যাক্তিকে আটক করেছে র্যাব-১৪।
শনিবার(১৩ অক্টোবর) সকালে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ মিয়ার দিক নির্দেশনায় স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একটি অভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন ধোপাকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করেমৃত তয়ছন মন্ডলের ছেলে মোঃ ইয়াকুব মন্ডল (৩৫)কে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আসামীকে জামালপুর সদর থানায় সোর্পদ করা হয়েছে।
র্যাব-১৪ জানান,ভিকটিমের স্বামী মারা যাবার পর থেকেইয়াকুব মন্ডল ওই নারীকে উত্যক্ত করত এবং নানা প্রকার কু-প্রস্তাব দিত। ভিকটিম ক-ুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার প্রতিইয়াকুব মন্ডল ক্ষোপ পোষন করতে থাকে। এক পর্যায়ে শুক্রবার দিবাগত রাতে ওই আসামী ভিকটিমের ঘরে কৌশলে প্রবেশ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।