১২ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনীর ছাগলনাইয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দুই বারের নির্বাচিত ডেপুটি কমান্ডার,বর্তমানে দীর্ঘ প্রায় তিন বছর যাবৎ নিজ ঘরের একটি কক্ষে ২৪ ঘন্টা কৃত্রিম অক্সিজেন গ্রহণে মুমুর্ষ অবস্থায় বেঁচেথাকা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুর রহিম চুট্টু মিয়াকে দেখতে,১২ অক্টোরব দুপুরে তার বাড়ীতে গেলেন ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ।
সম্প্রতি ওসি মেজবাহ্ উদ্দিন স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে তার কার্যালয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করেন,মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়কালীন তিনি জানতে পারেন যে,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আব্দুর রহিম চুট্টু মিয়া ফুসফুস জনিত রোগে ভোগার কারণে,দীর্ঘ প্রায় তিন বছর যাবৎ শ্বাসপশ্বাস নেওয়ায় ২৪ ঘন্টা কৃত্রিম অক্সিজেন গ্রহণে নিজ ঘরের একটি কক্ষে মুমুর্ষ অবস্থায় বেঁচে আছেন।বিষয়টি জানার পর ওসি মেজবাহ্ উদ্দিন জাতীর শ্রেষ্ঠ সন্তান ওই মুক্তিযোদ্ধাকে দেখতে তার বাড়ীতে যান এবং কিছু সময় মুক্তিযোদ্ধার পাশে বসে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।