১৪ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
পাক্ষিক অনন্যার সাবেক নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক দিল মনোয়ারা মনু আর নেই।
রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
মনুর পারিবারিক বন্ধু ও সহকর্মী পারভীন সুলতানা ঝুমা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সোমবার বাদ জোহর লালমাটিয়ার বিবি মসজিদে দিল মনোয়ারা মনুর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে তার সংগঠন কচি-কাঁচার মেলার কাছে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে প্রেসক্লাবে সহকর্মীদের কাছে নেওয়ার পর জুরাইনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এম এ (বাংলা বিভাগ) পাস করার পর ১৯৭৪ সাল থেকে সাংবাদিকতা পেশায় যুক্ত হন মনোয়ারা মনু। কবি সুফিয়া কামাল ও নূরজাহান বেগম সম্পাদিত “সাপ্তাহিক বেগমপত্রিকার সহ-সম্পাদক হিসেবে তার সাংবাদিকতা জীবন শুরু হয়। এরপর ২৫ বছর ‘পাক্ষিক অনন্যাথর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ মহিলা পরিষদ, নারী সাংবাদিক কেন্দ্র, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলাসহ অনেক স্বেচ্ছাসেবী ও সমাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মনোয়ারা মনু। পাশাপাশি তিনি কবিতাও লিখতেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।