ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃফেনীর ছাগলনাইয়া পৌরসভার সদর ওয়ার্ড বাঁশপাড়া গ্রামে ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ,থানার এসআই মুনিরুল ইসলাম ও এএসআই মোঃফিরোজ আলমকে নিয়ে মাদক ব্যবসায়ী গ্রেপ্তারে অভিযান চালানোকালীন,ওমেদ রাজা হাজী বাড়ীর জনগণ ১৪ অক্টোবর গভীররাতে ওই বাড়ীর মোঃমোস্তফার পুত্র,ইয়াবা সম্রাট মাদক ব্যবসায়ী মোঃশাহাজাহান প্রকাশ লেংড়া সবুজ (২৬) কে সহ একই গ্রামের ইয়াবা ব্যবসায়ী,আব্দুস সালামের পুত্র,মোঃআলী হোসেন রাজু (২২) ও মাহবুবুল হকের পুত্র,মোঃরিয়াজ হোসেন (২৪) কে পাকড়াও করে পুলিশের হাতে তুলেদেন।ওমেদ রাজা হাজী বাড়ীর মোঃশহিদ উল্যাহ ও নাছির উদ্দিন জানান,তাদের নিজ বাড়ীর লেংড়া সবুজসহ আটককৃত একি গ্রামের বাকী দুই মাদক ব্যবসায়ী প্রশাসনের চোঁখ ফাঁকীদিয়ে দীর্ঘদিন যাবৎ ওই এলাকাসহ আশপাশের এলাকায় কৌশলে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল।আটককৃত তিন মাদক ব্যবসায়ীর কাছথেকে পুলিশ ৭৫ পিস ইয়াবা,১ পুড়িয়া গাঁজা ও ইয়াবা সর্বরাহে ব্যাবহারিত একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার করেন।
তিন মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা ও তাদের কাছথেকে জব্দকরা মাদক এবং একটি সিএনজি অটোরিক্সা থানা হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন,ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) আদিল মাহমুদ।