১৫ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
শহিদুল ইসলাম কাজল,জামালপুর ঃ জামালপুরের ইসলামপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উদ্যোগে মঙ্গলবার সকালে র্যালি আলোচনা সভা ও হাত ধোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ এর সভাপতিত্বে, অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চাইনা। সিনিয়র মৎস্য অফিসার কামরুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা,স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী,ওয়াল্ডভিশন, ব্র্যাক, প্রতিনিধিরা।
দিবসটি উপলক্ষে একটি র্যালি শহর প্রদক্ষিণ শেষে মডেল সরকারি প্রাইমারি স্কুল মাঠে শিশুদের মধ্যে হাত ধোয়ার কলা কৌশল সম্পের্কে সচেতনামূলক প্রশিক্ষণ দেয়া হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।