১৬ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০১৯ উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়। আজ বুধবার উপজেলার মানিকার চর এল এল উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে এ র্যালী অনুষ্ঠিত হয়। ব্রাক ওয়াস মেঘনা কুমিল্লা এর সহযোগিতায় র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, মানিকার চর এল এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ ও শিক্ষার্থী বৃন্দ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।